দেশের তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম 'WITHGRAM'

প্রযুক্তির নতুনত্ব

 বাংলাদেশি এক ঝাঁক তরুণদের উদ্যোগে তৈরি হয়েছে WITHGRAM নামের সামাজিক যোগাযোগ মাধ্যম।  শুরু থেকেই এর ব্যবহারকারীরা পাচ্ছেন নতুন নতুন সব ফিচার। আর তথ্য নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে যোগাযোগের সব চাহিদাই মেটাতে চান এর উদ্যোক্তারা। তবে, এ ধরনের বড় উদ্যোগকে এগিয়ে নিতে কি বাংলাদেশ,

তবে ভর দুপুরে বন্ধুদের এই আড্ডার প্রসঙ্গ, প্রযুক্তির নতুনত্ব। তাদের মনোযোগের কেন্দ্রে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। তারা জানালেন, নতুন এই সোস্যাল মিডিয়ায় রয়েছে কিছু বাড়তি সুবিধা।

বাংলা ভাষার এই প্লাটফর্মটিতে ব্যবসা-বাণিজ্যসহ নানা শ্রেণিপেশার মানুষের চাহিদা মেটাতে থাকতে রয়েছে ডিজিটাল মার্কেটিংসহ সব স্মার্ট আইডিয়া।

 


Sakibur Rahman Meraz

1 Blog posts

Comments